সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা:
জমকালো আয়োজনে সোনারগাঁওয়ে রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোকসাস) বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁও লোকশিল্প জাদুঘর এবং পানামনগর এলাকায় পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোকসাস) বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দলবেঁধে ঈশা খাঁর রাজধানীতে ঘুরাঘুরি, বিভিন্ন প্রকার খেলাধুলা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনটি হয়ে ওঠে বর্ণিল।
এ উপলক্ষে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির বনভোজন উদযাপন কমিটি ২০২৩ এর আহ্বায়ক রাসেল মাহমুদের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মো: ইয়াছিন মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম।
এ সময় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোকসাসের সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক লিখন হোসেন এবং জয়ন্ত চক্রবর্তী সজীব, দপ্তর সম্পাদক আকবর চৌধুরি, ক্রীড়া বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলামসহ সংগঠনের নবীন সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।