লড়াকু নারী মালতী রানি দাশ হয়ে আজ বড় পর্দায় আসছেন মেহজাবীন চৌধুরী। ঢাকাসহ দেশজুড়ে ২০টি প্রেক্ষাগৃহে আজ মুক্তি পাচ্ছে তারকা এই অভিনেত্রীর ছবি প্রিয় মালতী।
১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে আসছেন মেহজাবীন। যেখানে মালতী চরিত্রে অভিনয় করছেন তিনি।
আরও পড়ুনঃ সিঁথিতে সিঁদুর পরে সুখবর দিলেন পরীমণি!
সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় মালতীকে। দেশের অনেক নারীই আছেন, যারা জীবনসংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন- তাদের নিয়েই ‘প্রিয় মালতী’র গল্প।
সিনেমাটিতে মেহজাবীন ছাড়াও আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু।
গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ছবির শুটিং হয়েছে। এরই মধ্যে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে সিনেমাটি।