মণিরামপুর (যশোর) প্রতিনিধি
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে যশোরের মণিরামপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩
সমাজ সেবা কর্মকর্তা মো: রোকনুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, প্রভাষক মহিবুল্লাহ মহিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাসমিন হাসান বর্ষা, ফয়সাল আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ কে এম মফিজুর রহমান।