জি এম ফারুক আলম
মণিরামপুর
যশোরের মণিরামপুরে দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার মোঃ দেলোয়ার হোসেন দেলো (৪৬) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ---রাজেউন)। খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আকষ্মিক তার এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ শোক বিবৃতি জানিয়েছেন।
মরহুমের ছোট ভাই কবির হোসেন জানায়, তিনি পৌর শহরের নিজ বাসভবনে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার যশোর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিকেলে তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক শিশু কন্যা'সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১০টার সময় উপজেলার মাদানি নগর মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি তেঁতুলিয়া পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়। মরহুম দেলোয়ার তেঁতুলিয়া গ্রামের মৃত. ওয়াজেদ আলীর ছেলে। জানাযা নামাজ পরিচালনা করেন হেফাজতে ইলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস।
এছাড়া তিনি মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক প্রয়াত গোলাম মোস্তফা এবং মণিরামপুর প্রেসক্লাবের বারবার নির্বাচিত সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু’র ভাগ্নে ছিলেন। বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন ও কাউন্সিলর কামরুজ্জামান কামরুলের এই ফুফাতো ভাই দলিল লেখক ও ষ্ট্যাম ভেন্ডারের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের রাজনীতিসহ বিভিন্নদপ্তরে সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। টগবগে যুবকের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে পড়েছে।
এদিকে দলিল লেখকের আকষ্মিক অকাল মৃত্যুতে শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বিবৃতি জানিয়েছেন, মণিরামপুরের উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, খান শফিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহার হোসেন রিয়াদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, বর্তমান সহসভাপতি জি এম ফারুক আলম সহ প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিকরগণ, দলিল লেখক সমিতি, বণিক সমিতি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।