সেরা প্রযোজক নয়, দেবদা আমার জন্য সেরা পরিচালক kalchakra News

সেরা প্রযোজক নয়, দেবদা আমার জন্য সেরা পরিচালক

সোমবার মুক্তি পেল খাদান’-এর প্রি-ট্রেলার। এদিন সেই অনুষ্ঠানে অনুরাগীদের সঙ্গে নিয়ে ছবির এই প্রি-ট্রেলার লঞ্চ করল টিম ‘খাদান’। এদিন দেবের পাশাপাশি হাজির ছিলেন যীশু সেনগুপ্ত এবং ইধিকা পাল। এই ছবি প্রসঙ্গে প্রযোজক দেবকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ যীশু সেনগুপ্ত। তবে ইধিকার ক্ষেত্রে দেব সেরা প্রযোজকের চেয়েও সেরা পরিচালক।

‘খাদান’-এ ‘শ্যাম মাহাতো’ এবং ‘মোহন দাস’-এর বন্ধুত্বের গল্প পর্দায় দেখতে চলেছেন দর্শকেরা। এক অজানা দুনিয়ার গল্প বলতে চলেছে এই ছবি। এই ছবির সহ-প্রযোজক ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’। বহুদিন পর এই ছবির মাধ্যমে মূলধারার বাণিজ্যিক ছবির পুরনো অবতারে ফিরতে চলেছেন দেব। নাচ-গান এবং অ্যাকশনে ঠাসা এই ছবি। এই ছবির মাধ্যমে টলিপাড়ায় ডেবিউ করলেন ইধিকা পাল। একসঙ্গে যীশু সেনগুপ্ত এবং দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ বলে জানালেন ইধিকা। তবে চরিত্র নিয়ে এখনই তেমনভাবে কিছু বলতে নারাজ অভিনেত্রী।

আরও পড়ুনঃ বুয়েটের আবরারকে নিয়ে ‘রুম নম্বর ২০১১’ সিনেমা

অভিনেতা দেব নাকি প্রযোজক দেব-কাকে এগিয়ে রাখবেন ইধিকা? ইধিকার ঝটপট জবাব, “পরিচালক দেব আমার কাছে সবথেকে এগিয়ে!” দেব আর পরিচালক? নিজের বক্তব্যের প্রেক্ষিতে অভিনেত্রীর যুক্তি , “এই ছবিতে রিনোদা পরিচালক হলেও দেবদা যেভাবে সবকিছু দেখেছেন, কোনও ভুল হলে যেভাবে ধরিয়ে দিতেন… শুধু আমার ক্ষেত্রে নয় প্রত্যেকের ক্ষেত্রে সবকিছু নজরে রাখতেন, সেটা মনে রাখার মত। তাই আমার মতে এই ছবির ক্ষেত্রে দেবদা প্রায় পরিচালকের মতই।”

প্রসঙ্গত, কয়লা খনি অঞ্চলের প্রেক্ষাপটে দুই বন্ধুর গল্প বলবে ‘খাদান’। ‘শ্যাম মাহাতো’ এবং ‘মোহন দাস’-এর বন্ধুত্ব ঘিরেই আবর্তিত হবে এই ছবির গল্প।‌ এই দুই চরিত্রে থাকছেন দেব ও যীশু। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ইধিকা পাল, বরখা বিস্ত, জন ভট্টাচার্য সহ আরও অভিনেতাদের ঝলক। সবাইকে একসঙ্গে দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন ছবির ধামাকাদার ট্রেলারের। পরিচালক সুজিত রিনো দত্তের দাবি, খাদান-এর নির্মাতাদের দাবি, আসন্ন বড়দিনে বাংলার সবচেয়ে বড় চমকপ্রদ ছবি হয়ে আসছে এই ছবি’।

পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা

স্ত্রীর ভারতীয় শাড়ি ছুড়ে ফেলে আগুন দিলেন রিজভীkalchakra news

স্ত্রীর ভারতীয় শাড়ি ছুড়ে ফেলে আগুন দিলেন রিজভী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *