আবারো বাংলাদেশে আসছে পাকিস্তানি জাহাজ, এবার কি আনা হচ্ছে? kalchakra News

আবারো বাংলাদেশে আসছে পাকিস্তানি জাহাজ, এবার কি আনা হচ্ছে?

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ভিড়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামের ওই জাহাজটি গত ১৩ই নভেম্বর চট্টগ্রাম বন্দরে এসে ভিড়েছিলো।

এত বছর পর বাংলাদেশে পাকিস্তান থেকে কন্টেইনারবাহী জাহাজ কেন এল? কেন-ই বা এটি এত তাৎপর্যপূর্ণ? ওই কন্টেইনারগুলোতে কী আনা হয়েছে, তা নিয়েও মানুষের কৌতুহল কম না। সরকারের পটপরিবর্তনের পর হঠাৎ করেই পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কনটেইনার জাহাজ পরিষেবা চালু নিয়ে আগ্রহ তৈরি হয়েছে অনেকের মধ্যে।

আরও পড়ুনঃ ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট

পাকিস্তানের বাংলাদেশস্থ হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ একে ‘দ্বিপাক্ষিক বাণিজ্যের এক বিশাল অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ।

আরও পড়ুনঃ সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন , পাকিস্তানের করাচি থেকে আমাদের কাছে ৩৭০ টি কন্টেইনার আসছে। পরদিন কন্টেইনার খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে জাহাজটি। সেগুলোর মাঝে কী আছে, তা কাস্টমস বলতে পারবে।”

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বলেন, মূলত জাহাজটি দুবাই থেকে ইন্দোনেশিয়া যাবার পথে করাচি ও চট্টগ্রাম বন্দরে কন্টেইনার লোড বা আনলোড করেছে।

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, জাহাজটির কন্টেইনারের মাধ্যমে’ফ্রেবিকস, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেশিয়াম কার্বোনেট, ডলোমাইট আনা হয়।’

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকিkalchakra Nes

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি

শেখ হাসিনা ভারতের জন্য ছিল সোনার ডিম দেওয়া ফাঁস! kalchakra News

শেখ হাসিনা ভারতের জন্য ছিল সোনার ডিম দেওয়া ফাঁস!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *