বুয়েটের আবরারকে নিয়ে ‘রুম নম্বর ২০১১’ সিনেমাkalchakra News

বুয়েটের আবরারকে নিয়ে ‘রুম নম্বর ২০১১’ সিনেমা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ। তিনি ২০১৯ সালের ৭ অক্টোবর নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে হত্যা করে।

এ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘রুম নম্বর ২০১১’ সিনেমা। এর পুরো গল্পটিই আবরার ফাহাদকে নিয়ে। আবরার হত্যাকাণ্ডটি সেসময় সারা দেশের মানুষকে ঘটনা নাড়া দিয়েছিল, মর্মাহত করেছিল।

‘রুম নম্বর ২০১১’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মাণ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান আহমেদ ও তার দল। সিনেমাটি পরিচালক জিসানের প্রথম ফিকশন। এর আগে তিনি বিভিন্ন সিনেমার দৃশ্য রিমেক করে আলোচনায় এসেছেন। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।

আরও পড়ুনঃ ‘চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছ’লিখেছিলেন অঞ্জন, কারণ ?

জিসান আহমেদ গণমাধ্যমকে জানান, ‘রুম নম্বর ২০১১’ সরাসরি বায়োপিক নয়। আবরারের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। আমরা নির্মাণের আগে তার পরিবার, বন্ধু, স্বজনদের সঙ্গে কথা বলেছি। আবরার সম্পর্কে সবকিছু জেনেই নির্মাণে হাত দিয়েছি। ‘রুম নাম্বার ২০১১’ সিনেমাটি সরাসরি বায়োপিক নয়। আর এটির চিত্রনাট্য লিখেছেন একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যত্বত্ত বিভাগের শিক্ষক আনন জামান।

আসছে ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘রুম নাম্বার ২০১১’র মুক্তি উপলক্ষে প্রিমিয়ার শো হচ্ছে। প্রথম শোতে উপস্থিত থাকবেন, শহীদ আবরার ফাহাদের পরিবার এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্যার।

‘চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছ’লিখেছিলেন অঞ্জন, কারণ ?kalchakra News

‘চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছ’লিখেছিলেন অঞ্জন, কারণ ?

সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূসkalchakra News

সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. ইউনূস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *