শারীরিক চাহিদা মেটানোই সব নয়, জীবনের পরিধি অনেক বড় : এ আর রহমান kalchakra News

শারীরিক চাহিদা মেটানোই সব নয়, জীবনের পরিধি অনেক বড় : এ আর রহমান

২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এ ঘটনায় হতবাক যেমন ভক্তরা, তেমনই একটা ক্ষত নিয়ে কাটাচ্ছেন খ্যাতিমান এই সুরকার ও তার পরিবার। তবে তার এই ধরনের ক্ষত সারাতে সংগীত চর্চাই নাকি ভরসা! সম্প্রতি একটি অনুষ্ঠানে এমনটি দাবি করেন এ আর রহমান। 

মূলত এ সময় মানসিক স্বাস্থ্যের ভূমিকা নিয়ে কথা বলেন এ আর রহমান। বললেন, বেশ কিছু ক্ষেত্রে সংগীত ওষুধের মতো কাজ করতে পারে। তার কথায়, ‘আমাদের অনেকেরই আজকাল মানসিক স্বাস্থ্য ঠিক থাকে না। অবসাদ গ্রাস করে প্রায়শই। আমাদের সকলের মধ্যেই শূন্যতা কাজ করে। কখনও গল্প শুনে, কখনও দর্শন পড়ে অথবা কখনও ওষুধ খেয়ে এই শূন্যতা দূর করা যায়। হিংসা বা যৌনতার মতো শারীরিক প্রয়োজনীয়তা মেটানোই সব নয়। জীবনের পরিধি এর থেকেও অনেক বড়।

আরও পড়ুনঃ পরীমণির সঙ্গে সেলফি তুলতে বাড়ির উঠানে শিক্ষার্থীদের ভিড়

এক পুরোনো সাক্ষাৎকারেও রহমান জানিয়েছিলেন, সংগীত মনে শান্তি জোগাতে সক্ষম। একটা সময় নাকি আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল এ আর রহমানের। শিল্পীর পাশে ছিলেন তার প্রয়াত মা। তার সঙ্গে কথা বলেই কোনোরকমে এই ধরনের চিন্তাভাবনা থেকে মুক্তি পেয়েছিলেন।

কলেজের নবনির্বাচিত সভাপতি শহীদ ইকবাল হোসেন ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেনkalchakra news

কলেজের নবনির্বাচিত সভাপতি শহীদ ইকবাল হোসেন ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন

মণিরামপুরে বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল kakchakra News

মণিরামপুরে বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *