মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের আরাজ উদ্দিন নামের এক রিক্সাচালকের স্ত্রী হোসনা বেগম( ৩৮) ঘরে প্রবেশ করে পিটিয়ে আহত করেছে গ্রামের এক আওয়ামীলীগ নেতা আরব আলী তার সহযোগি ফালান মিয়া, রফিকুল ইসলাম,মারুফা ও তাছলিমা।
ঘটনাটি ঘটেছে গত ৪ নভেম্বর ২০২৪ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামে।ওই ঘটনায় আহত হোসনার স্বামী আরাজ উদ্দিন বাদী হয়ে উল্লেখিত ৫ জনের নামে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
থানার লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে হোসনার স্বামী ও আরো তিন জনে মিলে বাড়ী করার জন্য ১৬ শতাংশ একটি জায়গা খরিদ করে মাঠি ভরাট করে বাড়ি করে।হোসনার স্বামীর বাড়িটি উত্তর সীমানা আর অন্যদের দক্ষিণ সীমানা।হোসনাদের বাড়ি থেকে যাতায়াতের জন্য ৪ হাত রাস্তা দেয়ার কথা থাকে।কিন্তু পরবর্তীতে অন্য তিনজনের জায়গা ক্রয় করে নেয় প্রভাবশালী আরব আলী তার মেয়ে মারুফাকে দিয়ে।
আরব আলী জায়গাটি ক্রয় করার পরেই হোসনাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে বেড়ার সৃষ্টি করে।ঘটনার দিন হোসনা তার বাবার বাড়ি থেকে ফিরে এসে দেখে আরব আলী তাদের চলাচলের রাস্তা বন্ধ করে বেড়া দিয়ে রাখছে।হোসনা বেড়ার কিছু অংশ ভেঙ্গে ছেলে মেয়ে নিয়ে তাদেরঘরে প্রবেশ করে রান্নাবান্না শেষ করে ছেলে মেয়েদের নিয়ে খেতে বসলে,আরব আলী সহ উল্লেখিত লোকজন হোসনার ঘরে প্রবেশ করে হর্তকিত ভাবে হোসনা উপর হামলা চালিয়ে মারপিট শুরু করে।
হোসনার চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে হোসনাকে তাদের হাত থেকে উদ্ধার করে।পরে নাসিরনগর হাসপতালে এনে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দাখিল করে।এস আই মনতাজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে আরব আলী বলেন তাদের কোন রাস্তা নেই।তারা রাস্তা ছাড়া বাড়ি ক্রয় করেছে,তাই আমি আমার জায়গা বেড়া দিয়েছি।