মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া
জেলার নাসিরনগর উপজেলা ভূমি অফিসে দলিল জালিয়াতি করে নামজারি করতে এসে সদর ইউনিয়নের টেকানগর গ্রামের ওমর আলী (২৮) নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে।
২৯ অক্টোবর ২০২৪ তারিখে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের মৃত চান্দ আলীর ছেলে ওমর আলী(২৮) স্বাক্ষর জালিয়াতি করে নামজারি করতে এসে সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ারেন হাতে ধরা পড়লে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
ঘটনার বিবরণে প্রকাশ, টেকানগর গ্রামের ওমর আলী নাসিরনগর সহকারী কমিশনার ভূমি অফিসে নামজারি মোকদ্দমার আবেদন করলে দলিলগুলোর স্বাক্ষর সন্দেহ হওয়ায় এর সত্যতা যাচাই করার জন্য সহকারী কমিশনার ভূমি সাবরেজিস্টার জামাল উদ্দিন কে অবগত করেন। তিনি ২৮ অক্টোবর ২০২৪ তারিখে ২৩৯ নং স্মারকের আলোকে দলিল গুলোর ছায়া কপির সাথে মিল পাওয়া যায়নি বলে জানান। নামজারি মোকদ্দমা আবেদনকারীদের শুনানি কালে উক্ত দলিলগুলোর জালিয়াতি বিষয়ে জিজ্ঞাসা করলে নাসিরনগর সাবরেজিস্টার অফিসের নকলনবীশ জড়িত আছে বলে স্বীকারোক্তি দেয়। পরবর্তীতে দলিল লেখকদের সহযোগিতায় ওমর আলীকে জিজ্ঞাসাবাদ করলে জড়িত আছে বলে সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার এর নিকট স্বীকার করলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন/২০২৩ এর ৪ও ৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করে ওমর আলীকে থানায় সোপর্দ করেন।