মণিরামপুরে বসতবাড়ি ভাংচুর, দোকানে তালা

নিজস্ব প্রতিবেদক, মনিরামপুর

মণিরামপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতঘর ভাংচুর ও একটি দোকানের মালামাল নামিয়ে জোরপূর্বক তালা দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার ভরতপুর গ্রামের এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের ভরতপুর গ্রামের এজাহার আলীর সঙ্গে একই গ্রামের বাবর আলীর ৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধীকবার শালিস হলেও তা মিমাংসা হয়নি। ২৮ অক্টোবর রাতে বাবর আলী বগিরাগত ১০/১২ জন সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে এজাহার আলী বাড়িতে হামলা চালায়। এসময় সস্ত্রাসীরা এজাহার আলীর বসতবাড়ি ভাংচুর করে এবং বাড়ি সকলকে খুন-জখমের ভয়ভীতি দেখায়। তারা বাস্ত ভিটের জমি ছেড়ে দেয়ার নির্দেশ দেয়। প্রতিপক্ষরা এই বাড়ির তান্ডব শেষে পাশের নূর মোহাম্মদ আলীর ভাটাটিয়া বজলুর রহমানে মুদি দোকানে হামলা চালায়। তারা দোকান থেকে মালামাল নিয়ে রাস্তায় ফেলে দিয়ে দোকানে তালা লাগিয়ে চাবি নিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক এজাহার আলী জানান, হামলাকারীরা হলো- বাবর আলী, আব্দুর রাľাক, আনিচ, মাসুদসহ ১০/১২ জন।

এ ঘটনায় এজাহার আলীর পুত্র রুবেল হোসেন বাদী হয়ে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। থানার এসআই অমিত সাহা বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য তার কাছে রয়েছে।

ছাগল চোরের সালীস করায় ইউপি সদস্যের উপর হামলা

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের মানুষকে পিপিলিকার মতো হত্যা করা হতো : শহীদ ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *