মোঃ আব্দুল হান্নানঃ-
নাসিরনগর উপজেলা সমিতি, ঢাকা এর দ্বিবার্ষিক সম্মেলন ২৬ অক্টোবর ২০২৪ রোজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের মিলতায়নে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ইব্রাহিম ভূঁইয়া রেনুর সভাপতিত্বে ও সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরীর পরিচালনায় সভার প্রথম অধিবেশনে অতিথি হিসেবে নাসিরনগর এর বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিগণ। সাবেক হাইকমিশনার সফি ইউ আহমেদ জিতু, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার গাজীউর রহমান, অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ, অধ্যক্ষ এম এ মোনায়েম, লায়ন শরীফ, উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, ডা: সিএইচ কিবরিয়া পাভেলসহ সাবেক সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে শোক প্রস্তাব পাঠের পর সাংগঠনিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন এবং সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির প্রস্তাব উত্থাপিত হয় এবং তা কন্ঠভোটে সর্বসম্মতভাবে গৃহীত হয়।অতঃপর সমিতির কমিটির সদস্যবৃন্দ এবং অতিথিদের বক্তৃতার মাধ্যমে সুশৃঙ্খলভাবে প্রথম পর্ব সমাপ্ত হয়।
সমিতির দ্বিতীয় পর্ব নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ আবদাল আহমেদ এর সভাপতিত্বে অন্যান্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে শুরু হয়। সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রার্থিত পদে প্রার্থীদের আবেদনপত্র যাচাই বাছাই করে প্রার্থীদের সাংগঠনিক অভিজ্ঞতা, দক্ষতা ও সামাজিকভাবে গ্রহণযোগ্যতাসহ সার্বিক বিষয় পর্যালোচনাক্রমে বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করে যা উপস্থিত সদস্যবৃন্দ করতালির মাধ্যমে সম্মতি জানায়। আগামী দুবছর জন্য সমিতির একাত্তর সদস্যের কার্যকরি কমিটির মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি বাইশ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করেন যার মধ্যে সভাপতি হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মো: সাফিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম পারভেজ, আলী আশফাক রবিন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম রিয়াদ, প্রচার সম্পাদক এম নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক হাসান চৌধুরী শিক্ষা সম্পাদক হিসেবে মোহাম্মদ জিয়াউল করিম সোহেল নির্বাচিত হন।