স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাট ১৫ মামলার আসামী রুহুল আমিনকে (৫৮) আটক করেছে। শনিবার রাতে উপজেলার মজিদপুর ব্রিজের মাথার দোকান থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানায়, উপজেলার মজিদপুর গ্রামের মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে রুহুল আমিন বিশ্বাস দীর্ঘদিন ধরে দোকানদারির আড়ালে গাঁজা, ইয়াবাসহ মাদক বিকিকিনি করে আসছিল। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে তার স্বপরিবারের মাদক বেচা কেনা। বিভিন্ন সময়ে পুলিশ মাদকসহ তাকে আটক করে চালান আদালতে দেয়। পরে আবার জামিনে মুক্ত হয়ে সে পুরোদমে মাদক বেচা কেনার সাথে জড়িয়ে পড়ে। শনিবার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মজিদপুর ব্রিজের মাথায় তার দোকান তল্লাশী করে ১০৫ গ্রাম গাঁজাসহ রুহুল আমিনকে আটক করা হয়। এ পর্যন্ত তার বিরুদ্ধে কেশবপুর, মনিরামপুরসহ একাধিক থানায় ১৫ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় আরও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক মাদক সম্রাট রুহুল আমিনকে রোববার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।