মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মজনু সভাপতি, মোতাহার সম্পাদক

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

উৎসবমুখর পরিবেশে যশোরের মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (শনিবার) সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৪৯ জন ভোটারের মধ্যে ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কার্য্য নির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে এস, এম, মজনুর রহমান ও সম্পাদক পদে মোতাহার হোসেন, সহ-সভাপতি পদে ইলিয়াস হোসেন, জি এম ফারুক আলম, যুগ্ম সম্পাদক পদে অশোক কুমার বিশ্বাস ও আবু বক্কর সিদ্দিক, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে তাজাম্মূল হুসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে উজ্বল রায়, প্রচার সম্পাদক পদে আলিমুন হোসেন, নির্বাহী সদস্য পদে বোরহান উদ্দীন জাকির, উৎপল বিশ্বাস, আব্দুল মতিন, আব্বাস উদ্দীন এবং হুসাইন নজরুল হক নির্বাচিত হয়েছেন।

এছাড়া, অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান, সাংঠনিক সম্পাদক পদে এস এম সিদ্দিক এবং দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (সোহান) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

কেশবপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ দিল স্বেচ্ছাসেবীরা

কেশবপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *