বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত বিজয় অক্ষুন্ন রাখতে সর্বদা নিয়োজিত থাকবো : জেলা প্রশাসক আজাহারুল ইসলাম

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোর নবাগত জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সুফল আমরা শুধু ভোগ করবো না। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বিজয় অক্ষুন্ন রাখতে দেশের কল্যাণে আমরা সর্বদা নিয়োজিত থাকবো।
জেলা প্রশাসকের সাথে মণিরামপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, ব্যবসায়ীক, সামাজিক, পেশাজীবী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষার্থীসহ জনপ্রতিনিধিদের সাথে বৃহস্পতিবার সকালে মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মেহেদী মাসুদ, উপজেলা  বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, উপজেলা জামায়াতের আমির মাওলানা লিয়াকত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারি অধ্যাপক ফজলুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুর রশিদ বিন ওয়াক্কাস, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো: আব্বাস উদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফয়সাল মাহমুদ প্রমুখ।

মণিরামপুরে মাদ্রাসা শিক্ষককে লাঞ্চিত: প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

মণিরামপুরে মাদ্রাসা শিক্ষককে লাঞ্চিত: প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

তিন শতাধিক মানি প্লান্ট’ গাছের চারা বিতরণ করছে সংস্করণ ফাউন্ডেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *