তিন শতাধিক মানি প্লান্ট’ গাছের চারা বিতরণ করছে সংস্করণ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি:

সংস্করণ ফাউন্ডেশন ‘সবুজের উচ্ছ্বাস’ নামে তিন শতাধিক মানি প্লান্ট’ গাছের চারা বিতরণ সম্পন্ন করেছেন।

গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ ইং (সোমবার), সংস্করণ ফাউন্ডেশন ‘সবুজের উচ্ছ্বাস’ নামে চারা বিতরণ ক্যাম্পেইন পরিচালনা করে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-তে । এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩০০ এর অধিক ‘মানি প্লান্ট’ গাছের চারা বিতরণ করেছে ।

সংগঠনের পক্ষ হতে যানা যায়, এ বছর হিটওয়েভের সময় আমরা মিরপুরের কয়েকটি স্থানে পথচারীদের মাঝে বিনামূল্যে স্যালাইন মিশ্রিত পানি ও বিশুদ্ধ পানি বিতরণ বুথ অন্তত সাত (০৭) দিনের জন্য স্থাপন করেছিলাম । সে সময় থেকেই আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা কিফায়াত ইবনে রহমান এর পরিকল্পনা ছিল এই প্লাস্টিকের ওয়ানটাইম কাপগুলো (প্রতিদিন প্রায় ৫০০ এর বেশী কাপ বুথে জমা হচ্ছিল) ময়লা বা সরাসরি পরিবেশে না ফেলে দিয়ে সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহার করার । এর-ই লক্ষ্য আমাদের কার্যক্রমগুলো শুরু হয় । প্রায় ২ মাসের অধিক সময় ধরে কাপগুলোতে গাছের চারা উৎপাদন করা হয়; কাপ গুলো সুন্দরভাবে পরিষ্কার ও জীবানুমুক্ত করে । বর্তমানে এই চারাগুলো জনসাধারণের জন্য বিতরণ করা হচ্ছে সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে ।

সংস্কার ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান,
মিরপুরে আরো বেশ কয়েটি স্থানে আমাদের এমন বিনামূল্যে চারা বিতরণ বুথ বসবে আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *