কেশবপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

কেশবপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল চন্দ্র সাহা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, কেশবপুর বাজার বণিক সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ, ঢাবিয়ান কেশবপুর শাখার সভাপতি নাসির আহমেদ গাজী, মনোজ-ধীরাজ একাডেমির পরিচালক এম এ হালিম প্রমুখ। মতবিনিময় সভায় নবাগত ইউএনও জাকির হোসেন কেশবপুরকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিন বিকেলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ছাত্র ও রাজনীতিবিদদের সাথেও মতবিনিময় করেন।

কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  মানববন্ধন

দীর্ঘ একযুগ পর মণিরামপুর প্রেসক্লাব নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হবে : মোহাম্মদ মুছা

দীর্ঘ একযুগ পর মণিরামপুর প্রেসক্লাব নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হবে : মোহাম্মদ মুছা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *