মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
আগামী ২৮ সেপ্টেম্বর শনিবার মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার ঘোষিত তফশীল অনুযায়ী শনিবার প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাবের নিজস্ব ভবনে।
নির্বাচন কমিশনার এ্যাড. মকবুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান মিন্টু এবং সহকারি অধ্যাপক ফজলুল হক গতকাল শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ এবং জমা গ্রহণ করেন।
নির্বাচন কমিশনার এ্যাড. মকবুল ইসলাম এবং আসাদুজ্জামান মিন্টু জানিয়েছেন, শনিবার মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিন ১৭ পদের বিপরীতে ২০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। সংগৃহীত মনোনয়নের মধ্যে ১৮টি মনোনয়নপত্র এদিন দাখিল করেছেন তারা। রবিবারও সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান কার্যক্রম চলবে বলে জানিয়েছেন।