সংখ্যালঘু বলে এদেশে কিছু নেই : শহীদ ইকবাল হোসেন

সংখ্যালঘু বলে এদেশে কিছু নেই : শহীদ ইকবাল হোসেন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুর থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেছেন সংখ্যালঘু বলে দেশে কিছু নেই। আমরা সবাই এই দেশের নাগরিক। শুধু এতটকু বলবো হিন্দু সম্প্রদায়ের পরিবার এবং ধর্মীয় উপসনালয়ে কোন প্রকার ক্ষতি সাধন করে কেউ যেন বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। রোববার বিকেলে উপজেলার মশিয়াহাটী বাজারে কুলটিয়া ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পস্কজ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান শফিয়ার রহমান, সাবেক কর কমিশনার প্রশান্ত কুমার রায়, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, মনোহরপুর সভাপতি ইউপি চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু, পৌর বিএনপির সহ-সভাপতি সন্তোষ স্বর, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাষ্টার হামিদুল ইসলাম, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জি এম খলিলুর রহমান, বিএনপির নেতা হরিচাঁদ মন্ডল, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হারু-অর-রশিদ, আসাদুজ্জামান আসাদ, জয়নুল আবেদীন, মণিরামপুর উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন প্রমুখ।

সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক নাজমুল হক লিটন।

কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ গঠন, প্রতি বছর দেয়া হবে "সোনালী কাবিন" পদক

কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ গঠন, প্রতি বছর দেয়া হবে “সোনালী কাবিন” পদক

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদের বিপরীতে ৩১ জনের মনোনয়ন পত্র জমা আজ বাছাই 

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদের বিপরীতে ৩১ জনের মনোনয়ন পত্র জমা আজ বাছাই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *