মণিরামপুর প্রেসক্লাবে নির্বাচনের জন্য কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের আনুষ্ঠানিক ভাবে তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ দায়িত্ব হস্তান্তর করা হয়। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর প্রধান নির্বাচন কমিশন এ্যাডভোকেট মকবুল ইসলাম উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, চলতি মাসের মধ্যে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে।

তবে সেক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন দায়িত্বপ্রাপ্ত তিন নির্বাচন কমিশনার। প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটনের সভাপতিত্বে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর প্রেসক্লাবের সাধারণ সভায় এ্যাডভোকেট মকবুল ইসলাম, দাতা সদস্য আসাদুজ্জামান মিন্টু এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফজলুল হক’কে সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন মনোনীত করা হয়।

মণিরামপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নাসিরনগরে বিএনপি'র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

নাসিরনগরে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *