মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
সারাদেশের ন্যায় যশোরের মণিরামপুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য দপ্তর ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় মাছের পোনা অবমুক্তকরন কর্মসূচীর আয়োজন করে। মণিরামপুর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আব্দুল্লাহ মোঃ আবু সাইদ রেজার সভাপতিত্বে মাছের পোনা অবমুক্তকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার, ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, শার্শা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তারিক হাসান, মণিরামপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ তৌহিদুল ইসলাম, উপজেলা সাবরেজিস্টার মোঃ মুস্তাক হোসেন,উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল হক, সমবায় অফিসার তরিকুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, মণিরামপুর উপজেলা মৎস্য সেক্টর একটি সম্ভাবনাময় খাত। এখানে চাহিদার তুলনায় অন্ততঃ ৪ গুনেরও বেশী মাছ উৎপাদন হয়ে থাকে।