এক সুতোয় গাঁথা অগ্রপথিক এক নতুন বাংলাদেশ

এক সুতোয় গাঁথা অগ্রপথিক এক নতুন বাংলাদেশ

এক মূহুর্তে এ দেশটা সবার কাছে হয়ে উঠেছে এক নতুন বাংলাদেশ। কেউ কাউকে কোন ট্যাগ দিচ্ছে না, কাউকে অন্য দেশে চলে যেতে বলছে না, কেউ কারো গলা টিপে ধরছে না, কেউ কারো ধর্ম-বর্ণ যাচাই করছে না, শিশু, কিশোর, যুবক বৃদ্ধসহ সকল পেশা শ্রেণীর মানুষ সবাই একে অপরের আপনজন। একজন অন্য জনের পাশে দাড়াচ্ছে। কত সুন্দর চতুর্থ পাশ! কয়দিনে কী এক অদ্ভূত জাতীয় ঐক্য তৈরি হয়ে গেল। এ দেশটাকে এখন খুব নিজের মনে হচ্ছে, সবাইকে নিয়ে একসাথে নিরাপদ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করতে ইচ্ছে বাড়ছে।

আমি আমার এ দেশ নিয়ে খুবই গর্বিত! এমন একটি সুন্দর দেশের জন্য কত শত মানুষের নির্ঘুম রাত কেটেছে তা বলা বাহুল্য। হাজারও বেশি তরুণ প্রাণ চোখের সামনেই এক নিমিষেই ঝড়ে গেল।

দেখো কত পরিবর্তন আমাদের। এখন আর কারো ঘুমের ব্যাঘাত হয়না, কেউ আর সত্য বলতে ভয় পায়না, এখন কারো প্রাণ যাচ্ছে না, নির্ভয়ে সবাই কথা বলতে পারছে। যা আগে কখনো দেখেনি।
আমরা প্রত্যেকে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি।

এই প্রজন্ম অদম্য সাহসী ও সচেতন কেউ তাদের দাবিয়ে রাখতে পারবে না। তারা ঐক্যবদ্ধ যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা বদ্ধপরিকর। এক সুতোয় গাঁথা অগ্রপথিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে আগ্রহী। তাদেরকে সুযোগ করে দিতে হবে।

সুখী সমৃদ্ধির অগ্রপথিক এই নতুন বাংলাদেশ।
এমনটাই চেয়েছিলাম। এই নতুন বাংলাদেশ আমরা অর্জন করেছি ফিরে পেয়েছি আমাদের স্বাধীনতা।

এই স্বাধীনতা আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমরা ঐক্যবদ্ধ আমাদের নতুন দেশ নতুন করে সংশোধন করে সবার উপযোগী করে গড়ে তোলা হবে।

শিক্ষার্থী: মোঃ তাইফুর রহমান,
অর্থনীতি বিভাগ, মাস্টার্স (১৭-১৮)
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা

More From Author

কেশবপুরের হরিহর নদে এক ফুট পানি বৃদ্ধি, নতুন নতুন এলাকা প্লাবিত, এক হাজার পরিবার পানিবন্দি

কেশবপুরের হরিহর নদে এক ফুট পানি বৃদ্ধি, নতুন নতুন এলাকা প্লাবিত, এক হাজার পরিবার পানিবন্দি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মণিরামপুরে দোয়া ও আলোচনা সভা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মণিরামপুরে দোয়া ও আলোচনা সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *