পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ-প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী : মেজর সাদমান

পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ-প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী : মেজর সাদমান

জি এম ফারুক আলম, মণিরামপুর :

পুলিশ-প্রশাসনকে সহযোগীতা করতে সেনাবাহিনী সার্বক্ষনিক পাশে থাকবে। জনগণের নিরাপত্তায় পুলিশ স্বাধীনভাবে কাজ করবে। যারা লুটপাট ও অরাজকতা করেছে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে। আজ থেকে আর কোন ধরণের অরাজকতা করতে দেয়া হবে না। যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ-প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী।

শনিবার (১০ আগষ্ট) দুপুরে মণিরামপুর থানা চত্ত্বরে আয়োজিত মতবিনিময় সভায় যশোর জেলার মণিরামপুর ও কেশবপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত মেজর সাদমান এসব কথা বলেন। থানা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় মণিরামপুর থানা পুলিশের পক্ষ থেকে এসআই সানমুন মোল্লা সোহান ১১ দফা দাবীর কথা উল্লেখ করে বলেন, পুলিশ স্বাধীনভাবে কাজ করতে চাই।

পরিবর্তিত উদ্ভুত পরিস্থিতিতে তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিতসহ রাজারবাগ পুলিশ লাইন্স থেকে নির্দেশ পাওয়া মাত্রই তাঁরা মাঠে কাজ শুরু করবেন। এই মত বিনিময় সভা বিভিন্ন রাজনৈতিক দল, বনিক সমিতি, সাংবাদিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হাসান, উপজেলা বিএনপির আহবায়ক এড. শহীদ ইকবাল হোসেন, জামায়াতের সাবেক আমির অধ্যাপক ফজলুল হক, যুব জমিয়াতে উলামায় ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হুসাইন আহমদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মণিরামপুর সভাপতি ইবাদুল ইসলাম মনু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, বনিক সমিতির সেক্রেটারী রবিউল ইসলাম মিঠু, পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু প্রমূখ।
আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরত কামনায় দোয়া করা হয়।

More From Author

আগে ভূখন্ড স্বাধীন হয়েছে, এবার স্বাধীন হল বাংলার মানুষ : মেজর মোস্তফা বনি (অব:)

আগে ভূখন্ড স্বাধীন হয়েছে, এবার স্বাধীন হল বাংলার মানুষ : মেজর মোস্তফা বনি (অব:)

কেশবপুর প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব পরিদর্শন করলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

কেশবপুর প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্থ প্রেসক্লাব পরিদর্শন  করলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *