উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিএনপি-জমিয়ত মাঠে

উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিএনপি-জমিয়ত মাঠে

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

উদ্ভূত পরিস্থিতি নিয়ে হিমশিম খাচ্ছেন যশোরের মণিরামপুর বিএনপি-জামায়াত ও জমিয়তে ইসলাম। আওয়ামী লীগ সরকার পতনের পর বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে সহিংসতা দেখা দেয়। পরিস্থিতি মোকাবেলায় বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম সাংগঠনিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (৮ আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপির একাংশ মণিরামপুর পৌরসভা চত্ত্বরে শান্তি সমাবেশ করে। উপজেলা যুবদলের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মাদ মুছা। উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্ব করেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, ডা. আলতাফ হোসেন, এ্যাড. মুজিবুর রহমান, শামসুজ্জামান শান্ত, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম যুবদলের বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের বিল্লাল গাজী, হুমায়ুন কবির, ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা।

আলোচনা সভা শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বরণে দোয়া করা হয়। এরপর পৌর শহরে একটি শান্তি মিছিল বের হয়।

More From Author

চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় কেশবপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা আজাদের উপর হামলা গাড়ি ভাংচুর

চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় কেশবপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা আজাদের উপর হামলা গাড়ি ভাংচুর 

মণিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলামের শান্তি মিছিল

মণিরামপুরে জমিয়তে উলামায়ে ইসলামের শান্তি মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *