মাছ রপ্তানি করে সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে : ইয়াকুব আলী এমপি

মাছ রপ্তানি করে সরকার প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে : ইয়াকুব আলী এমপি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোর-৫,(মণিরামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস,এম ইয়াকুব আলী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের যুগোপযোগী পদক্ষেপে মৎস্য মৎস্য সেক্টরে প্রভ্থত উন্নতি সাধিত হয়েছে। মাছ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। মঙ্গলবার সকালে মণিরামপুর উপজেরা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনি দেশ বিরোধী একটি অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। এই অপশক্তির লক্ষ্য একটাই দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়া। এ কারনে দেশের কোমলমতি শিক্ষার্থীদের ওপর ভর করে দেশে সরকারি-বেসরকারি নানা স্থাপনায় হামলা করে ধ্বংসযজ্ঞ চালিয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষয়-ক্ষতি করা হয়েছে।

মৎস্য কর্মকর্তা তন্ময় চক্রবর্তীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জি এম মজিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মিলন, আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, সাধারন সম্পাদক রমেশ দেবনাথ, যুগ্ম সম্পাদক এস এম বাপ্পী হুসাইন প্রমূখ।

এর আগে সংসদ সদস্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠঅনের প্রধান অতিথি।

মণিরামপুরে সাংবাদিক সিদ্দিকের পিতার ইন্তেকাল প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক বিবৃতি

মণিরামপুরে সাংবাদিক সিদ্দিকের পিতার ইন্তেকাল প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক বিবৃতি

স্বাধীনতা স্বপক্ষের শক্তিকে আরও বেশি সতর্ক থাকতে হবে : ইয়াকুব আলী এমপি

স্বাধীনতা স্বপক্ষের শক্তিকে আরও বেশি সতর্ক থাকতে হবে : ইয়াকুব আলী এমপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *