মণিরামপুরে বিএনপির কমিটি গঠন বন্ধে আবারও নোটিশ, দলীয় অভ্যন্তরীণ কোন্দলে দিশেহারা কর্মীরা

মণিরামপুরে বিএনপির কমিটি গঠন বন্ধে আবারও নোটিশ, দলীয় অভ্যন্তরীণ কোন্দলে দিশেহারা কর্মীরা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে বিএনপি দলের অভ্যন্তরে আবারও দল পুনঃ গঠন নিয়ে আলোচনায় অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। জেলা নেতৃবৃন্দের নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলার ইউনিয়ন কমিটির শূন্যপদ পূরণ করতে গিয়ে হুচোট খেলেন থানা বিএনপির আহবায়ক শহীদ মোঃ ইকবাল হোসেন। এ ঘটনায় অন্যান্য নেতৃবৃন্দের অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন কমিটি গঠন কার্যক্রম স্থগিত করতে জেলা বিএনপির পক্ষ থেকে পত্র দিয়ে জানিয়ে দিলেন উপজেলা বিএনপির আহবায়ক শহীদ ইকবাল হোসেনকে।

রোববার জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সাবেরুল ইক সাবুর সাক্ষরিত পত্রটি এখন স্যোসাল মিডিয়া সরব রয়েছে। শহীদ ইকবাল হোসেনের এক সিন্ধান্ত এবং জেলা কমিটির নির্দেশনা উপেক্ষা করায় মণিরামপুর বিএনপির অভ্যন্তরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দলের একাধীক সূত্রে জানা গেছে, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক বজলুর রহমানের মৃত্যু হওয়ায় ওই পদটিতে রবিউল ইসলামকে পদায়ন করে আহবায়কের দায়িত্ব দিয়ে পত্র দেয় অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন। একই সাথে খেদাপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি থেকে আব্দুল মান্নান পদত্যাগ করায় শূন্য স্থানে রায়হান উদ্দিনকে আহবায়কের দায়িত্বভার দেয়ার পত্র পাঠান হয়েছে। ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক জালাল উদ্দিন পদত্যাগ করায় সেখানে মাষ্টার মতিয়ার রহমানকে আহবায়কের দায়িত্ব দেওয়ার চিঠি দেয়ার পর বিএনপির অভ্যন্তরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনার প্রেক্ষিতে জেলা বিএনপির নেতা মোঃ মুসা, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানসহ একাংশের নেতৃবৃন্দ যশোর জেলা বিএনপির নীতি নির্ধারকদের বিষয়টি জানানোর পর রোববার জেলা বিএনপির সদস্য সচিব সাবেরুল ইক সাবু উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনকে পত্র মারফত স্থগিতাদেশ প্রদান করেন।

দলের একাধিক সূত্র জানায়, ২০২২ সালে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ যৌথভাবে ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম শুরু করেন। ওই সময় চালুয়াহাটি, মশ্বিমনগর, ঝাঁপা ও ভোজগাতী ইউনিয়ন কমিটি গঠনের আগেই দু’গ্রুপের অভ্যন্তরিন কোন্দলের কারণে কমিটি গঠনের কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।

সূত্র জানায়, ২০২২ সালের ১২ অক্টোবর রোহিতা ইউনিয়নে কমিটি গঠন করতে গেলে জেলা বিএনপির নেতৃবৃন্দ লাঞ্চিত হয়ে ফিরে যান যশোরে। পরে ১৪ অক্টোবর থানা আহবায়ক ও যুগ্ম আহবায়কদের একটি পত্রে মাধমে ইউনিয়ন পর্যায়ের দল পুর্নগঠন কার্যক্রমের কাজ স্থগিত করে পরবর্তীতে জেলা কমিটির তত্বাবধানে পুনরায় কার্যক্রম করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। তবে, জেলা নেতৃবৃন্দের উপর হামলা করার ঘটনায় রোহিতা ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমানকে সংগঠন থেকে অব্যহতি দেয় জেলা কমিটি।

এদিকে, বিএনপি দীর্ঘ মেয়াদি ক্ষমতার বাইরে থাকায় হতাশায় রয়েছেন একশ্রেণীর নেতা কর্মীরা। তারপরও নেতাদের অভ্যন্তরীণ কোন্দল এবং নির্বাচনকালীন সময়ে ভাড়াখাটা নিয়ে বিভিন্ন সময় আলোচনায় উঠে আসে নেতারা।

এ সকল কারণে চরম ক্ষুদ্ব এবং হতাশার মধ্যে রয়েছেন দলের পরীক্ষিত কর্মীরা। অনেকেই আবার দল ত্যাগ করেছেন। মূলত মণিরামপুর বিএনপিতে ৯০ দশকের পরবর্তী সময় বিএনপির নেতা মো: মুসা এবং অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেনের মধ্যে সংগঠন দুইভাগে বিভক্ত হয়ে পড়ায় অভ্যন্তরীণ এ দ্বন্ধ
দল ত্যাগ করছেন।

কমিটি পূন:গঠনের কার্যক্রমের বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মণিরামপুর থানা বিএনপি সম্মানিত সদস্য মো: মুসা, যুগ্ম আহবায়ক ডাক্তার আলতাফ হোসেন, আসাদুজ্জামান মিন্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন নিজের পছন্দের লোকদেরকে কমিটিতে আনার জন্য প্রক্রিয়া শুরু করেছেন। এমনকি জেলা বিএনপির নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুইদিন আগে ৩টি ইউনিয়নের কমিটিতে রদবদল এনে পত্র প্রকাশ করেন। বিষয়টি জেলা বিএনপির নেতৃবৃন্দকে জানানো হলে শহীদ ইকবাল হোসেনকে আবারও কার্যক্রম স্থগিত রাখার নোটিশ পাঠিয়েছেন।

এ ব্যাপারে মণিরামপুর থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন বলেন, জেলা বিএনপির দেওয়া একটি পত্র পেয়েছি। তবে, শূন্য পদগুলো পূরণ করেছি। এখন প্রয়োজনীয় ব্যবস্থা জেলা কমিটি করবেন।

More From Author

ইউরোতে এবার গোল্ডেন বুট জিতেছেন ৬ ফুটবলার

মণিরামপুরে তিন বোমা ফাটিয়ে ডাকাতি দুইজন আহত

মণিরামপুরে তিন বোমা ফাটিয়ে ডাকাতি দুইজন আহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *