মণিরামপুরে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার নাদড়া ও মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে নাদড়া গ্রামে লাবিবা (৫) নামে এক শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খোঁজা-খুুজির এক পর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নেয়। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগে শিশু লাবিবার মৃত্যু হয়েছিল। লাবিবা ঝিকরগাছা উপজেলার শরিফুল ইসলামের মেয়ে। সে দীর্ঘদিন ধরে নাদড়া গ্রামে নানা মঈনুদ্দিনের বাড়িতে থাকতো।

অপর দিকে, এদিন বিকেলে মোবারকপুর গ্রামে সুমাইয়া খাতুন (১৪) নামে এক পঞ্চম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের রায়হান গাজীর মেয়ে। তবে, কি কারণে সুমাইয়া আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানি ডুবে মারা যাওয়া শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর দিকে সুরাইয়ার লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

খারাপ অভিনয়ের কারন জানালেন তাসনিয়া ফারিণ

খারাপ অভিনয়ের কারন জানালেন তাসনিয়া ফারিণ

মণিরামপুরে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত

মণিরামপুরে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *