সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ইয়াকুব আলী এমপি

সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ইয়াকুব আলী এমপি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, বঙ্গবন্ধুর লড়াই সংগ্রামের সুফল এই বাংলাদেশ। মানুষ-মানুষে সম্প্রীতি বাড়াবে এটাই হলো সকল ধর্মের মর্মকথা। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন সকল ধর্মের স্বাধীনতা দেওয়ার জন্য। মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সকল ধর্মের বর্ণের মানুষ এ দেশ স্বাধীন করেছিলেন। এই জনপদে কোন ধরনের ধর্মীয় উস্কানী দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করা হলে সেটাকে আওয়ামীলীগ বরদাস্ত করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারছি।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাপাকোনা রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যুবলীগ নেতা অনুপম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলী, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন, বাদল সিংহ, সাধন দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে এমপি এস এম ইয়াকুব আলী মন্দির কমিটির উন্নয়ন কল্পে ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।

More From Author

মণিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

অতীত আঁকড়ে ধরতে পছন্দ করেন না ফারিণ

অতীত আঁকড়ে ধরতে পছন্দ করেন না ফারিণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *