মনগড়া সংবাদে আমার পরিবারসহ আত্বীয় স্বজনও মর্মহত ! সংবাদ সম্মেলনে শহীদ ইকবাল হোসেন

মনগড়া সংবাদে আমার পরিবারসহ আত্বীয় স্বজনও মর্মহত ! সংবাদ সম্মেলনে শহীদ ইকবাল হোসেন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
বিএনপি নেতা আলতাফ হোসেনসহ দলের অনেকেই উপজেলা পরিষদ নির্বাচনে আনারস-মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করেছেন, এটা তাদের আত্মীয়তার সূত্র ধরে। সাংগঠনিক কোন নেতার নির্দেশে ৮মে অনুষ্ঠিত মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে কাজ করতে বলা হয়েছে এমন প্রমাণ মণিরামপুরে কেউ দেখাতে পারবেন না।
মঙ্গলবার বিকেলে মণিরামপুর নারকেলপট্টি বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. শহীদ ইকবাল হোসেন সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে। লিখিত বক্তব্যে শহীদ ইকবাল হোসেন বলেন, নির্বাচন পরবর্তী ১১মে যশোর থেকে প্রকাশিক দৈনিক কল্যাণ পত্রিকায় আমাকে নিয়ে মনগড়া ভিত্তিহীন একটি সংবাদ পরিবেশন করা হয়েছে। যে সংবাদের প্রেক্ষিতে আমার পরিবারসহ আত্বীয় স্বজনও মর্মহত। বর্তমান সরকারের আমলে বিএনপি কোন নির্বাচনে যায়নি। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে মণিরামপুর বিএনপি কোথাও আওয়ামী লীগের সাথে আতাত করেছে এমন প্রমাণ কেউ করতে পারবেন না। মণিরামপুর বিএনপি নেতাদের অনেকের পরিবারের সাথে আওয়ামী লীগ নেতাদের পরিবারের সাথে আত্বীয়তার সম্পর্ক রয়েছে। সে সূত্র ধরেই যদি কোন বিএনপি নেতাকর্মী তাদের নির্বাচন করে থাকেন সেটা দলীয় হিসেবে নির্বাচন করেছেন বলা যাবে না। তবুও জেলা নেতৃবৃন্দের নির্দেশক্রমে তাদের বিষয়ে অনুসন্ধান করছে মণিরামপুর উপজেলা বিএনপি। প্রকাশিত সংবাদের সূত্র ধরে শহীদ ইকবাল হোসেন বলেন, পত্রিকা পড়ে মনে হয়েছে, যে সংবাদটি পরিবেশন করেছেন সে মস্তিস্ক বিকৃত একজন সাংবাদিক।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, এ্যাড. মকবুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব আব্দুল হাই, আলাউদ্দীন, গাজী সাত্তার, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক লিটন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির নেতা মাস্টার মতিয়ার রহমান প্রমুখ।

ছেলের প্রেমিকার সঙ্গে একসঙ্গে বসবাস নিয়ে কী বললেন শ্রাবন্তী?

ছেলের প্রেমিকার সঙ্গে একসঙ্গে বসবাস নিয়ে কী বললেন শ্রাবন্তী?

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এন্তাজ আলী গাজীর ইন্তেকাল 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *