মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন লাভলুর আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আনন্দ এ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান।
আনন্দ সমাবেশে সদ্য নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু জনতার উদ্দেশ্যে বলেন, আজকের এ বিজয় আমার নয়, এ বিজয় মণিরামপুরবাসির। যারা আমার নির্বাচন করেছেন তাদের উদ্দেশ্যে বলি কোন ব্যক্তির সাথে দুর্ব্যবহার সংঘাত কোন কিছু করবেন না। আমরা সবাই মিলে মণিরামপুরকে নতুনভাবে সাজাবো। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, হতাশ হবেননা এক কাতারে আসুন, সবাইকে নিয়ে মণিরামপুরকে সাজাতে চাই। পরীক্ষিত আওয়ামীলীগরা আজ সর্ব ক্ষেত্রে বঞ্চিত। আমি নির্বাচনের আগে জনগণকে ওয়াদা করেছি মণিরামপুর থেকে সন্ত্রাস, দখলবাজ বন্ধ করা হবে। সংঘাত নয়, মণিরামপুরের আওয়ামীলীগকে সাথে নিয়ে আগামী দিন মণিরামপুরকে সাজাতে চাই, এ উদ্দেশ্যে সকল ভেদাভেদ ভুলে আওয়ামীলীগের সংগঠনের ছায়াতলে আসুন।