স্টাফ রিপোর্টার,কেশবপুর( যশোর)
গত ৮ মে গভীর রাতে কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় শনিবার দুপুরে মন্দির পরিদর্শন করেন
যশোর ৬, কেশবপুর আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সহ নেতৃবৃন্দ।
কেশবপুর সার্বজনীন কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা পরিষদের সহ সভাপতি দুলাল চন্দ সাহা, সাধারণ সম্পাদক কনক সেন, নির্বাহী সদস্য উৎপল দে, শিবপদ চত্রবর্তী,কার্তিক রায়,সজ্ঞয় দে সহ নেতৃবৃন্দের সাথে এমপি মহোদয় মত বিনিময় করেন, এবং সমবেদনা জানান। তিনি অচিরেই ঘটনায় জড়িত দের আটকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।