শতকরা ২৮ শতাংশ ভোট প্রয়োগ কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মফিজুর রহমান মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া ইকবাল ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্যা আল মামুন বে সরকারি ভাবে বিজয়ী  

জয়দেব চক্রবর্তী, কেশবপুর (যশোর) 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে মো ঃ মফিজুর রহমান( ঘোড়া) প্রতিকে ১৮ হাজার ৪ শ ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমা খাতুন( শালিক) প্রতিক পেয়েছেন১৪ হাজার ১৬ ভোট।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া ইকবাল (ফুটবল) প্রতিকে ৩৭ হাজার ৩শ ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরা খানম (কলস) প্রতিকে ২৪ হাজার ১শ ৫৭ ভোট পেয়েছেন।  পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্যা আল মামুন (তালা) প্রতিকে ৩২ হাজার ৪ শ ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পলাশ মল্লিক(উড়োজাহাজ)  প্রতিকে ১৩ হাজার ৪শ ৯৪ ভোট পেয়েছেন। 

সকাল আট টা থেকে বিকেল চারটা পযর্ন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ভোটের মাঠে ভোটার উপস্থিতি কম ছিলো।  সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নিবার্হী অফিসার মোঃ তহিন হোসেন ফলাফল ঘোষণা করেন। মোট ২ লাখ ৩ হাজার ৯ শ ১৫ জন ভোটারের মধ্যে ৫৬ হাজার ৮ শ৯৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। যার পরিমাণ ২৮ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *