মণিরামপুরে আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

মণিরামপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পিসি/এপিসি আনসার ও ভিডিপি সদস্য স্বচ্ছভাবে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ভোজগাতী, ঢাকুরিয়া, হরিদাসকাটি, মণিরামপুর সদর, মশ্বিমনগর, চালুয়াহাটি, শ্যামকুড়, খানপুর, দূর্বাডাঙ্গা, কুলটিয়া, নেহালপুর, মনোহরপুর ও পৌরসভার আনসার ও ভিডিপি ১হাজার ৯৪৩ জনের মধ্যে ১ হাজার ৫৬০জন সদস্য বাছাই করা হয়েছে। বাছাই কালে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ, আনসার ও ভিডিপি কর্মকর্তা সদস্য সচিব জেসমিন সুলতানা, আনসার ও ভিডিপি প্রশিক্ষক ফারুক হোসেন, প্রশিক্ষিকা শেখ ফাতেমা সিনহাসহ সকল ইউনিয়নের দলপতি ও দলনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *