মণিরামপুরে জরিনাকে হুইল চেয়ার দিলেন সাংসদ পুত্র ফুয়াদ

মণিরামপুরে জরিনাকে হুইল চেয়ার দিলেন সাংসদ পুত্র ফুয়াদ

মণিরামপুর ((যশোর) প্রতিনিধি :
একটি হুইল চেয়ার পেয়ে স্বস্তির নি:শ্বাস ফেললেন শয্যাশায়ী জরিনা নামের এক গৃহবধূ। মণিরামপুরে দিঘিরপাড় গ্রামের হত-দরিদ্র শহিদুল ইসলামের স্ত্রী জরিনা। দু’শতক জমির উপর বাস্তভিটা ছাড়া আর কিছুই নেই তাদের। মাত্র এক ছেলে ছিল তাও বিষ পানে বিদায় নিয়েছে দুনিয়া থেকে। বিছনায় শয্যাশায়ী স্ত্রী জরিনায় একমাত্র তার ভরসা। তাও রোগশোগে দীর্ঘদিন শয্যাশায়ী জরিনা। হাটা-চলা তো দূরের কথা দু পায়ে ভর করে উঠে দাঁড়াতেও পারেন না জরিনা। এ অবস্থায় সাংসদ পুত্র ফুয়াদ রিদওয়ানের নজরে পড়ে জরিনাকে। কথা বলেন তার সাথে। একটাই মাত্র দাবী তার একটি হুইল চেয়ারের। যা পেলে সারাদিন বাড়ির উঠানে বসে বসে সময় কাটবে তার। যেই দাবী সেই তাকে হুইল চেয়ার দেওয়া হলো। গ্রামের কাগজ প্রতিনিধি তাজাম্মূল হুসাইনের কাছে একটি হুইল চেয়ার পাঠানো হয় জরিনার জন্য। গতকাল বুধবার জরিনার বাড়িতে হুইল চেয়ারটি নিয়ে হাজির হলেন তাজাম্মূল। হুইল চেয়ারটি পেয়ে একটি স্বস্তির দীর্ঘশ্বাস ফেললেন জরিনা। বললেন, আল্লাহ তোমাদের সবার পরে রহম করুক।

More From Author

বাজতে চলেছে বিয়ের সানাই, সোহিনীর চেয়ে বয়সে কত ছোট শোভন?

বাজতে চলেছে বিয়ের সানাই সোহিনীর চেয়ে বয়সে কত ছোট শোভন?

মণিরামপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

মণিরামপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *