মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী সনাতন ধর্মাবলম্বী ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার মোবারকপুর পালপাড়া, বাবুপাড়া, ঘোষপাড়া, রাজগঞ্জ বাজার, হানুয়ার বটতলা, এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা জনবান্ধব নেত্রী। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প আর কিছুই নেই। প্রধানমন্ত্রী বাংলাদেশ উন্নয়নের রোড মডেল। তিনি নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীদের খোঁজ-খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে। সে অনুযায়ী আমিও নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ঝাপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কওসার আহম্মেদ, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, আওয়ামী লীগ নেতা চাকলাদার আবুল বাশার, হাবিবুর রহমান, আনন্দ কুমার ঘোষ, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।