এমপি ইয়াকুব আলীর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী সর্বস্তরের জনগণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকার ঝাঁপা ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ঘুরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় এমপি এস এম ইয়াকুব আলী সবার খোঁজ-খবর নেন এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক দিক নির্দেশনা দেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন ঈদের দিনে প্রিয় নেতাকে কাছে পেয়ে উদ্ভাসিত হন।

এমপি এস এম ইয়াকুব আলী সাংবাদিকদের বলেন, আমার নির্বাচনী এলাকার মানুষ আমার প্রাণশক্তি। এরা সবাই আমার বৃহৎ পরিবারের সদস্য, আমার আত্মার আত্মীয়। তাই সুখে দুঃখে সব সময় আমি সাথে থাকতে ভালোবাসি। সাধারণ মানুষের মুখের হাসি, তাদের শরীরের গন্ধ আমাকে প্রাণশক্তি জোগায়। যতদিন বেঁচে থাকবো সবাইকে সাথে নিয়ে বাঁচতে চাই।

আরো পড়ুনঃঅসহায়-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ইয়াকুব আলী এমপি

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক মন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কওসার আহম্মেদ, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ চন্টা, আওয়ামী লীগ নেতা রওশন জামান টুটুল, যুবলীগ নেতা হাবিবুর রহমান, ইউপি সদস্য মাহাবুর রহমান, হাফিজুর রহমান বাঙ্গালী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম ফাহিম হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *