ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে ধান-বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন ইয়াকুব আলী এমপি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোর-৫ মণিরামপুর আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে কোন দুর্যোগে দুঃসময়ে মানুষের পাশে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীনকে গৃহ নির্মাণের মাধ্যমে আশ্রয় দিয়েছেন, যার নজির বিশ্বে বিরল। তারঁ নেতৃত্বেই দেশের এগিয়ে চলা। চলমান উন্নয়নকে অব্যাহত রেখে ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে।

শনিবার দুপুরে মণিরামপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থ বছরে ঢেউটিন ও গৃহমঞ্জুরি অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়োজিদ, কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মজিদ, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সাইদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান।

আরও পড়ুনঃমণিরামপুরের প্রতারক চক্র বুলবুল ও পলাশ ডিবি পুলিশের খাঁচায় বন্দি


অপর দিকে, একই দিনে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান-বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি এস এম ইয়াকুব আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *