পরনে লুঙ্গি, ঠোঁটে তামাক পাতা, বাঁ হাতে দিয়াশলাই কাঠি, পেছনে আগুনের লেলিহান শিখা। পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে থাকা একটি কাক, কাকের লাল চোখ জন্ম দিচ্ছে কৌতুহলের। আর কীসের এত আক্রোশ? কার প্রতি এই জিঘাংসা? জীবনের কোন বঞ্চনা তাকে এমন বিভীষিকায় পরিণত করেছে?
শুক্রবার সন্ধ্যায় নতুন সিনেমার ফার্স্ট লুকে এমনভাবেই দেখা দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নিজের জন্মদিনে নতুন এই সিনেমার ঘোষণা দিলেন নায়ক।
সিনেমার নাম ‘জংলি’। রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশনে ভরপুর এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন সিয়াম আহমেদ। ছবিটি পরিচালনা করছেন ‘শান’ খ্যাত নির্মাতা এম রাহিম।
আরও পড়ুনঃবাপ্পি লাহিড়ীর ব্যবহৃত সোনার মালিকানা এখন কার কাছে?
দুই বছর পর এই নায়ক-পরিচালক জুটি পর্দায় ফিরছেন। নির্মাতা দেশ রূপান্তরকে বলেন, ‘শান’ এর পর অনেক কাজের প্রস্তাব এলেও আমি করিনি। শানের চেয়েও ভালো কিছু নিয়ে আসতে চেয়েছি, যার কারণে এতটা সময় লেগেছে। পরিপূর্ণ বিনোদিত হবার সব এলিমেন্টস এই সিনেমায় আছে। এখন শুধু এতটুকু বলবো, দুর্দান্ত কিছু পাবে দর্শক।