পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান ও ২০০ তম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে ২৯ মার্চ সন্ধ্যা ৭ টায় সংগঠনের কার্যালয়ে।
সংগঠনের সভাপতি কবি নজরুল ইসলাম খান- এর সভাপতিত্বে ও সহসম্পাদক মানব মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক প্রাবন্ধিক ও সহকারী অধ্যাপক তাপস মজুমদার। স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে অতিথির আলোচনা করেন অধ্যাপক হাসেব আলী ফকির, সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, সহসভাপতি সমীর দাস, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু, আলী আব্বাস, কবি মাসুদা বিউটি, পরেশ কুন্ডু প্রমুখ।
আরও পড়ুনঃচারুপীঠ একাডেমির আয়োজনে কেশবপুরে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা
স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে, কবি ও ছড়াকার দীপক বসু, সহসভাপতি সুব্রত বসু, সহ সভাপতি ও পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক কবি বাবুর আলী গোলদার, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ও শিল্পী উজ্জ্বল ব্যানার্জী, সদস্য মিহির বসু, রিম্পা বসু,।
এ সময় আরো উপস্থিত ছিলেন কবি হাদিউজ্জামান জয়, তাপস বিশ্বাস, লিটন হোসেন, সোহারাব হোসেন প্রমুখ।