কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চারুপীঠ একাডেমির উদ্যোগে ওই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট তনু হাওলাদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী অধ্যাপক মশিউর রহমান। স্বাগত বক্তব্য দেন চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য, প্রভাষক তাপস কুন্ডু প্রমূখ বক্তব্য দেন সহকারী পরিচালক মৌসুমী মজুমদার, চিত্রশিল্পী মলয় বিশ্বাস, শিক্ষক শংকর দাস,শ্রাবণী সাহা, শিক্ষার্থী ধৃতি হাওলাদার তর্শী।
আরও পড়ুনঃকেশবপুরে কর্মকর্তাদের সাথে এমপি আজিজের মতবিনিময়
কুইজ প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ১৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এ ছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট তনু হাওলাদারকে চারুপীঠ একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।