উৎপল দে,কেশবপুর:
ওপেন স্কলারশীপ এসোসিয়েশন, খুলনার এর অধীনে উন্মুক্ত স্কুল ভিক্তিক বৃত্তি পরীক্ষা ২০২৩ এর ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
উন্মুক্ত বৃত্তি পরীক্ষার ২০২৩ ফলাফলে কেশবপুর শহরের আল আমিন মডেল একাডেমি স্কুলের ৩য় শ্রেণি থেকে অংশ নিয়ে আলিশা আলম অথৈ
সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
সে বর্তমানে আল আমিন মডেল একাডেমির ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।সে বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন ও গৃহিণী লিতুন জিরা সাথীর কন্যা।লেখাপড়ার পাশাপাশি সে একজন খুদে আবৃত্তি শিল্পী হিসাবে পরিচিত। সে সকলের দোয়া প্রার্থী।