এমপি ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার বিতরণ শুরু

 

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীর আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সামনে গরীব, অসহায়, দু:স্থ মানুষ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন এমপি এস এম ইয়াকুব আলী।

বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, বাবুল আক্তার বাবলু, সুব্রুত ব্যানার্জী, সন্দ্বীপ ঘোষ, জিয়াউর রহমান, সাবেক ছাত্রনেতা শরিফুল ইসলাম, মহিলা নেত্রী মাজেদা খাতুন প্রমুখ।

ইফতার বিতরণের সময় এমপি ইয়াকুব আলী বলেন, গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য। সরকারের পাশাপাশি আমরা সকলে যদি নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে গরীব অসহায় মানুষগুলো আর খাবারের কষ্ট পাবে না। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

অপরদিকে, একই দিনে দুপুরে উপজেলার জয়পুর গ্রামস্থ লীলা নিকেতন (ডাক্তার বাড়ী) তে মহানামযজ্ঞ অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন এমপি এস এম ইয়াকুব আলী। পরে আছর নামাজ বাদ রবিউল ইসলাম নামের এক যুবকের নামাজের জানাজায় অংশ গ্রহণ করেন এমপি এস এম ইয়াকুব আলী। আমিনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে রবিউল ইসলাম শুক্রবার সকাল ১০টায় যশোর-চুকনগর সড়কের বকুলতলা মোড় নামকস্থানে প্রাইভেট কারের সাথে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *