সাগরদাঁড়ি কপোতাক্ষ চিড়িয়াখানা থেকে ৯ প্রাণী উদ্ধার

উৎপল দে, কেশবপুর:
কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের তীরে অবস্থিত কপোতাক্ষ চিড়িয়াখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে আটকে রাখা নয়টি প্রাণী উদ্ধার করা হয়েছে।বুধবার দুপুরে অভিযান চালিয়ে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য ওই প্রাণীগুলো উদ্ধার করেন। উদ্ধার হওয়া প্রাণীগুলোর ভেতর রয়েছে একটি কুমির, একটি মেছোবাঘ, একটি বানর, তিনটি কচ্ছপ ও তিনটি অজগর সাপ।


এ ব্যাপারে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার সুভাষ দেবনাথ বলেন, খুলনা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য অভিযান চালিয়ে অবৈধভাবে আটকে রাখা নয়টি প্রাণী উদ্ধার করে নিয়ে যায়। এ চিড়িয়াখানাটি স্থাপন করেন আনিসুর রহমান খান। তিনি মারা যাওয়ার পরে তার স্ত্রী এ চিড়িয়াখানাটি পরিচালনা করে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *