দেবালয়ে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শুরু

দেবালয়ে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শুরু

উৎপল দে,কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় ট্রাষ্টের উদ্যোগে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। সোমবার অধিবাসের মাধ্যমে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে। মঙ্গলবার দেবালয় চত্বরে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে।
এই মাঙ্গলিক অনুষ্ঠান ১৫ মার্চ শুক্রবার বিকেলে মহাপ্রভুর প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। অধিবাস কীর্ত্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সুচনা করবেন তালা উপজেলার মাধব গাঙ্গুলির বানেশ্বর সম্প্রদায়। রাতে ভাগবত আলোচনা করেন সাতক্ষীরার বুধহাটার শ্রী বিল্লমঙ্গল দেবনাথ। মহানাম পরিবেশন করবেন মাদারীপুরের বিষ্ণু মন্দির সম্প্রদায়, খুলনার নবদ্বীপ সম্প্রদায়, বাগেরহাটের আদি রামকৃষ্ণ সম্প্রদায়, যশোরের পথের পাগল সম্প্রদায় ও যুগোল কিশোর সম্প্রদায়। যজ্ঞানুষ্ঠানের সার্বিক পরিচালনায় আছেন শ্রী অপরুপ গৌর কিশোর দাস বাবাজী মহারাজ অনন্ত প্রভু। বালিয়াডাংগা সর্বজনীন দেবালয় ট্রাষ্টের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি শ্রী শ্যামল সরকার
বালিয়াডাঙ্গা যজ্ঞ ভূমিতে সকল ভক্তবৃন্দদের আসার আহবান জানিয়েছেন।

More From Author

কি জন্য কলকাতায় গেলেন পরীমনি জানালেন নিজেই

কি জন্য কলকাতায় গেলেন পরীমনি জানালেন নিজেই

সাগরদাঁড়ি কপোতাক্ষ চিড়িয়াখানা থেকে ৯ প্রাণী উদ্ধার

সাগরদাঁড়ি কপোতাক্ষ চিড়িয়াখানা থেকে ৯ প্রাণী উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *