নিজস্ব প্রতিনিধি :
রংতুলির আঁচড়ে চিত্রায়িত নিখুঁত চিত্রশিল্পী মলয় বিশ্বাস পেল আন্তর্জাতিক মতুয়া ইতিহাস সম্মাননা ২০২৪। চিত্রশিল্পী মলয় বিশ্বাস চারুপীঠ একাডেমি কেশবপুর এর চিত্রাংকন বিভাগের প্রশিক্ষক হিসাবে কর্মরত আছেন। বঙ্গীয় মতুয়া সমাজের আয়োজনে এগারোখানের প্রাণকেন্দ্রে যশোর- নড়াইলের সংযোগ স্থল বাকড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শুক্রবার সন্ধ্যায় তাকে ওই সংবর্ধনা প্রদান করা হয। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট রবীন্দ্রনাথ বিশ্বাস।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের লেখক ও মতুয়া গবেষক সুকৃতি রজ্ঞন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন মতুয়ামাতা মমতা ঠাকুর (ভারত), মেরিকা (জার্মান), লেখক ও গবেষক সৃকৃতি সুন্দর হালদার সাহিত্যেক সমুদ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক মোহিত লাল বিশ্বাস, সহকারী অধ্যাপক দুলাল চন্দ বিশ্বাস,
সহ অতিথিবৃন্দ।