ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : ইয়াকুব আলী এমপি

ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : ইয়াকুব আলী এমপি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল তারা তাকে হত্যার আগে বিভিন্নভাবে কাছে আসার চেষ্টা করেছিল। ঘনিষ্ট হবার চেষ্টা করেছিল। অথচ তারাই এক সময়ে জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদ হলরুমে আওয়ামী লীগের সহ-সভাপতি হাসেম আলীর সভাপতিত্বে এস এম ইয়াকুব আলী এমপি আরও বলেন, বঙ্গবন্ধু ও তার আদর্শকে যদি ভালবাসেন তাহলে ভোগের নয় ত্যাগের রাজনীতি করবেন। নিজেদের মধ্যে গোলমাল করবেন না। যারা গোলমাল করবে তাদের আওয়ামী লীগে স্থান হবে না। বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে, এ ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

আরও পড়ুনঃ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার তীব্র আকাঙ্খায় উজ্জীবিত করেছিলেন : ইয়াকুব আলী এমপি

উপজেলা যুবলীগ নেতা মনিরুজ্জামান মিল্টনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, অনন্ত দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলু, সাংগঠনিক সম্পাদক সন্দীপ ঘোষ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিলন ঘোষাল, চাকলাদার আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহাবুর রহমান ও সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলার ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মোড়ল।

More From Author

মণিরামপুরে ককটেল বিষ্ফোরণে দুই শিশু ঝলসে আহত, ৮টি তাজা ককটেল উদ্ধার

মণিরামপুরে ককটেল বিষ্ফোরণে দুই শিশু ঝলসে আহত, ৮টি তাজা ককটেল উদ্ধার

বিশ্রাম নিতে কোথায় গেলেন নুসরাত ফারিয়া

বিশ্রাম নিতে কোথায় গেলেন নুসরাত ফারিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *