কেশবপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কেশবপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, সহকারী অধ্যাপক মশিউর রহমান প্রমুখ। এদিন সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির কেশবপুর শাখার উদ্যোগে শিশুদের চিত্রাংকন, কুইজ, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।

More From Author

কবে বিয়ে করবেন বনি-কৌশানী?

কবে বিয়ে করবেন বনি-কৌশানী?

৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার তীব্র আকাঙ্খায় উজ্জীবিত করেছিলেন : ইয়াকুব আলী এমপি

৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার তীব্র আকাঙ্খায় উজ্জীবিত করেছিলেন : ইয়াকুব আলী এমপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *