বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ- এর মাসিক সাহিত্য আসর

বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ- এর মাসিক সাহিত্য আসর

কেশবপুর প্রতিনিধি

বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ-এর ৬ষ্ঠ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।

২ মার্চ শনিবার কেশবপুর প্রেস ক্লাবের মিলনায়তনে। এই আসরটি মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের উৎসর্গ করা হয়েছে। আসরে সভাপতিত্ব করেন বাসাসেস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি, নাট্যকার এ ও সব্যসাচী লেখক মুহম্মদ শফি।

অপু দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথির আলোচনা করেন বাসাসেস এর সহসভাপতি কবি ইব্রাহিম রেজা, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর সভাপতি কবি নজরুল ইসলাম খান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে, কবি ও প্রাবন্ধিক মানব মন্ডল, নাট্যকার বিশ্বজিৎ ঘোষ, প্রাণবন্ত সাহিত্য আসরে কবিতা পাঠ করেন কবি ও ছড়াকার দীপক বসু, সুব্রত বসু, কবি মুনছুর আযাদ, কবি মাহমুদ- উল মামুন, কবি ও প্রাবন্ধিক আমিনুর রহমান বুলবুল, কবি এস উত্তম দাস।

আরও পড়ুনঃসাংবাদিক সিদ্দিকুর রহমান এর রচিত ইতিহাসে কেশবপুর এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব

বাসাসেস এর সাহিত্য আসর যথানিয়মে আগামী মাসের সপ্তাহের প্রথম শনিবার অনুষ্ঠিত হবে।

More From Author

ওটিটিতে বাজিমাত করলেন তাসনিয়া ফারিণ

ওটিটিতে বাজিমাত করলেন তাসনিয়া ফারিণ

আমি প্রত্যেক ভোটারের মর্যাদা দিতে চাই, শোষণ করতে আসেনি : ইয়াকুব আলী এমপি

আমি প্রত্যেক ভোটারের মর্যাদা দিতে চাই, শোষণ করতে আসেনি : ইয়াকুব আলী এমপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *