কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর থানায় পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেছে পাঁজিয়া ইউনিয়নের এক অসহায় পিতা। অভিযোগ পত্রে জানা যায়, পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর (পাথরঘাটা) গ্রামের মোঃ আব্দুল আহাদ (৫০), পিতা-মৃত শাহাদত সরদার তার পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে নিজ পুত্র মোঃ আল-আমিন ও নিজ পুত্রবধু মোছাঃ সুমি খাতুনের বিরুদ্ধে কেশবপুর থানায় অভিযোগ করেছেন, তারা প্রায়ই তার বাড়ি এসে মারপিট করে।
আরও পড়ুনঃ কেশবপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তারই ধারাবাহিকতায় গত সোমবার (২৬ ফেব্রুয়ারী-২৪) বিকাল অনুমান ৪ টার দিকে বাদিরা বসতবাড়ির বারান্দায় অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন তিনি প্রতিবাদ করলে পুত্রের হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে তার পিতার মাথার ডানে স্বজোরে আঘাত করলে গুরুতর জখম প্রাপ্ত হন। এই দেখে তার স্ত্রী মনোয়ারা বেগম ঠেকানোর জন্য এগিয়ে আসলে স্ত্রীর মাথার তালুতে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করলে সেও রক্তাক্ত জখম হয়। এলাকাবাসী জখমপ্রাপ্ত দু’জনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উল্লেখিত বিষয়ে মোঃ আব্দুল আহাদ বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রার্থনা জানিয়েছেন। অভিযোগে তিনি ৪ জন সাক্ষীর নাম উল্লেখ করেছেন।
এ বিষয় ওসি (তদন্ত) গোরাচাঁদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।