পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
কেশবপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেশবপুর উপজেলা মহিলা আওয়ামিলীগের আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত। অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃমহাকবি মাইকেল মধুসূদন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আজিজ
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল-এর স্বাগত বক্তবে দলীয় বিভিন্ন বিষয় সম্পর্কে নেতা কর্মীদের দিকনির্দেশনা দেন। আসন্ন উপজেলা নির্বাচন সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানে দলীয় সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।